Wellcome to National Portal
Main Comtent Skiped

মানচিত্রে সুজানগর

মানচিত্রে সুজানগর

সুজানগর উপজেলার ২৩’৪৮ উত্তর অক্ষাংশ হতে ২৪’০০ উত্তর অক্ষাংশ এবং ৮৯’২৩ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৮৯’৩৯ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সুজানগর উপজেলা পাবনা জেলার অন্তর্গত। পদ্মা নদী বাহিত পলিদ্বারা সৃষ্ট প্লাবন সমভূমির উপর অবস্থিত এ জনপদের অনেক সমৃদ্ধ এবং রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। সুজানগরের আদি নাম গোবিন্দগঞ্জ। মুগল সম্রাট শাহ্জাহানের রাজত্বকালের শেষভাগে তার পুত্রদের মধ্যে রাজ সিংহাসনের দখল নিয়ে যে বিরোধের সুত্রপাত হয় তার ধারাবাহিকতায় যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যান। তিনি আরাকান গমনকালে সুজানগরে ৩ রাত অবসহান করেন। যুবরাজ শাহ সুজার এই অবসহানকে চিরস্বরনীয় করে রাখার জন্য এতদঞ্চলের মানুষ এ জনপদের নামকরণ করেন সুজানগর ।